![]() |
[M-A] |
তোমাকে ভালোবেসে অনন্তকাল অপেক্ষা করতে রাজি। যদি কখনো একটি কদমফুল হাতে নিয়ে এসে দাঁড়াও আমার মনের দরজায়। আকাশে অনেক মেঘ জমা করে রেখেছি তোমার বিরহে। কখনো এলে— একপশলা বৃষ্টিতে ভিজিয়ে, মেঘের গর্জন শোনাবো। রোদের খরতায় শুকিয়ে যাবে চোখের কোণের অশ্রু। তবুও তোমার স্বপ্নে বিভোর হয়ে- কেবল তোমাকেই ভালোবাসবো। তুমিহীনা চাইনা পৃথিবী, চাইনা স্বর্গলোক। তুমিহীনা আমিই তো নেই; তবে কেন এতো লোভ! তোমাকে ভালোবাসি। তবুও ভালোবাসি জন্ম থেকে জন্মান্তরে...
No comments:
Post a Comment