অনুভূতিগুলো নিষ্প্রাণ কলমের কাঁধে তুলে দিলাম... -আহমেদ আযীয
আকাশে কালো মেঘের ঘনঘটা।
সবুজের মাঠে গরু-ছাগলের আনাগোনা।
সোনালী ধানের মাঠে কৃষকের ব্যস্ততা;
আর পূবালী বায়ুতে কদমের দোল খাওয়া
তখন আমি—
কি আনন্দে একা একাই কথা বলি!
কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...
No comments:
Post a Comment