Thursday, September 14, 2023


 যখন দেখি—

আকাশে কালো মেঘের ঘনঘটা। 

সবুজের মাঠে গরু-ছাগলের আনাগোনা। 

সোনালী ধানের মাঠে কৃষকের ব্যস্ততা;

আর পূবালী বায়ুতে কদমের দোল খাওয়া 

তখন আমি—

কি আনন্দে একা একাই কথা বলি!



No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...