অনুভূতিগুলো নিষ্প্রাণ কলমের কাঁধে তুলে দিলাম... -আহমেদ আযীয
আমি যা দেখেছি,
যদি তোমরা কেউ দেখতে-
অন্ধত্ব কামনা করতে!
আমি যা শুনেছি,
যদি তোমরা কেউ শুনতে-
ইতোপূর্বে ঠসা বনিতে চাইতে!
আমি যা লিখেছি,
যদি তোমরা কেউ লিখতে-
কালি ফুরোবার বাহানা করে বসতে!
আজ আমার জীবনে যা ঘটছে,
যদি তোমাদের জীবনে ঘটতো-
মৃত্যুকামনা করতে!
কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...
No comments:
Post a Comment