Thursday, September 14, 2023

আমি ভিন্ন কিছু দেখেছি



আমি যা দেখেছি,

যদি তোমরা কেউ দেখতে-

অন্ধত্ব কামনা করতে!

আমি যা শুনেছি,

যদি তোমরা কেউ শুনতে-

ইতোপূর্বে ঠসা বনিতে চাইতে!

আমি যা লিখেছি,

যদি তোমরা কেউ লিখতে-

কালি ফুরোবার বাহানা করে বসতে!

আজ আমার জীবনে যা ঘটছে,

যদি তোমাদের জীবনে ঘটতো-

মৃত্যুকামনা করতে!



No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...