❝
অনেকটা সময় পর, আজ আমি বুঝতে পারলাম- তোমার কাছে এখন আমি অর্থহীন। গলায় আঁটকে যাওয়া কাঁটার মতো। না পারছো গিলে নিতে, না পারছো ফেলে দিতে। আমি বুঝি, আমার চলে যাওয়া উচিত, তারপরেও চলে যাই নি। তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে; কিন্তু আর কতো! কারো চোখের বালি হয়ে থাকার চেয়ে না থাকাটাই ভালো। কখনো যদি মনেপড়ে নক্ দিও, জবাব দিবো। তবে আগের মতো করে মিথ্যে আবদার নিয়ে এসো না... ❞
No comments:
Post a Comment