Friday, September 8, 2023

আপনাকে আমার অচেনা লাগে...



 মাঝে-মাঝে ভুল বানানে লেখা

নিজের নামের বানানের মতো-

আপনাকে আমার অচেনা লাগে!


আযীয লিখতে গিয়ে-

কেউ যখন 'আজিজ' লিখে

তখন মনে হয়— এ তো আমি নই, অন্য কেউ!


উচ্চারণে এক হয়েও অন্যরকম চলাচল!

ঐ একটি দীর্ঘ-ঈ কার আর অন্তঃস্থ য -এর মঝেই 

যেন লেগে আছে আমার আদল!


ভালোবাসাহীন আপনাকে দেখলে-

আমারও কেবল মনে হতে থাকে;

এ-তো আপনি নন, অন্য কেউ!


No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...