Monday, September 11, 2023

ছুটির দিনগুলোতে.৷

 

[মন ছুটে যায় সবুজের বনে]

আজকাল শুক্র-শনি এলেই মনের মধ্যে একটা আকুলিবিকুলি শুরু হয়ে যায়, কোথায় যাই, কোথায় যাই! পায়ে হেঁটে বা সাইকেলে, দিন গিয়ে বা দিন ফুরোবার আগেই ফিরে আসার মতো কোথাও। শুক্র-শনি আসার আগেই মনে মনে খুঁজি এমন সবুজ-শ্যামলে ঘেড়া ছোট্ট বনান্তর বা মাঠ, ঠিক আমার ছোট্ট গ্রামের মতো—যেখানে পাখিরা মুক্তকণ্ঠে গাইবে, প্রজাপতিরা সবুজ ঘাসের ডগায় খেলবে। মৃদু বাতাসের ছোঁয়ায় লতাগুলো দুলবে। সোনালী রোদে সবগুলো ঝলমল করবে। যানবাহনের প্যাঁ পোঁ, মানুষের ছুটাছুটি আর কোলাহল থাকবে না। গাঁয়ের ছেলেরা লুকোচুরি, কানামাছি বা গোল্লাছুটে মেতে উঠবে। থেকে থেকে মাঠে চড়ানো গরু আর মহিষের হাম্বা ডাক ভেষে আসবে...

যেখানে ইট-পাথরের বালাই থাকবে না... 

-আহমাদ আযীয।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...