Wednesday, September 20, 2023

 নিজের ভালোলাগা ও মন্দলাগাগুলো কারো সাথে ভাগ করবেন না। সবসময় পৃথক থাকুন। প্রকৃতির সাথে কথা বলুন। দেখবেন, মনখারাপের দিনগুলোও ভালোলাগায় ভরে উঠবে।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...