Wednesday, September 13, 2023



 এমন একটা গাছ হতে চাই-

যাতে ফুল ফুটবে না,

ফল ধরবে না।

ভুল করেও প্রজাপতি গান শোনাবে না।

কিন্তু সে বেঁচে থাকবে—

সমস্ত ঋতূর বিরুদ্ধে সংগ্রাম করে।

সব অবজ্ঞা, বিরক্ত, তুচ্ছ-তাচ্ছিল্যকে 

হেলায় উড়িঁয়ে দিয়ে।


আসলে আমি কিছু না পেয়েও

সবকিছু পেতে চাই।

আমি সব হারতে-হারতেও

একবার জয়ের স্বাদ নিতে চাই।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...