এমন একটা গাছ হতে চাই-
যাতে ফুল ফুটবে না,
ফল ধরবে না।
ভুল করেও প্রজাপতি গান শোনাবে না।
কিন্তু সে বেঁচে থাকবে—
সমস্ত ঋতূর বিরুদ্ধে সংগ্রাম করে।
সব অবজ্ঞা, বিরক্ত, তুচ্ছ-তাচ্ছিল্যকে
হেলায় উড়িঁয়ে দিয়ে।
আসলে আমি কিছু না পেয়েও
সবকিছু পেতে চাই।
আমি সব হারতে-হারতেও
একবার জয়ের স্বাদ নিতে চাই।
No comments:
Post a Comment