জীবনে পাওয়ার চেয়ে না পাওয়ার হিসেবটাই যখন বড় বলে মনে হয়; তখন তাকে ব্যার্থতা বলে। আর ব্যার্থতা যদি মনকে চরমভাবে আচ্ছন্ন করেরাখে— তখন হতাশার পাখিরা ঝাঁকবেধে ডানাঝাপটানো শুরু করে। তখন নীতিবাক্য আর যুক্তিবাক্য যা-ই বলুন, মনের ওপর তেমন একটা প্রভাব ফেলতে পারে না। মন হয়ে ওঠে দুর্বার, দুর্দমনীয়! কখনও বা হয়ে ওঠে প্রতিশোধপরায়ণ!
No comments:
Post a Comment