কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে শহরের রাস্তায়,
আবার রোদ উঠলো।
শরতের আকাশে সাদা-কালো মেঘ ভেষে যাচ্ছে।
সমতল ফুটপাতে শিরদাঁড়া দাঁড়িয়ে আছে—
রাধাঁচূড়া আর কৃষ্ণচূড়া গাছ।
এইসব ফুলেদের ফেলে—
ঝুঁকেপড়া নিমগাছটার দিকে তাকাতেই কেঁপে উঠল বুক!
গাছের নিচে ছিটকেপড়া রোদে একটা কাক উড়ে এলো,
মুখে তুলে নিলো— একটা সরু গাছের ডাল!
No comments:
Post a Comment