Thursday, September 14, 2023



 সুখের লাল-নীল স্বপ্নগুলোর আশায়,

কাটিয়েছি হাজার দিবস-রজনী।

তবুও আসেনি সেই ক্ষণ!

আজও জানিনা,

দুঃখের ঘোর অমানিশা কাটবে কি-না। 

হবে কি-না সুখের সূর্যোদয়! 

না-কি এভাবেই কেটে যাবে বাকি জীবন—

সুখের লাল-নীল স্বপ্নীল আশায়...


No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...