Friday, September 22, 2023

মানুষ মূলতই একাকী

 


রাতের আকাশ জানে, একাকী সে তারা-

আঁধারেই ঝরে পড়ে, পড়ুক।

নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে-

অজানা এক অসুখ।


ভুলে গেলে ভালো থাকা যায় জানি,

তবু চাই কিছু ব্যথা ফিরে আসুক।

কেউ একজন হয়ে থাক দুরারোগ্য ব্যাধি!


যতটুকু কাছে যাই ততটুকু দূরে সরে আসি,

মানুষ মূলত আজন্ম নিঃসঙ্গতার চাষি।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...