Friday, September 8, 2023



 প্রভুকে বললাম শক্তি দাও,

আমি যেন সফলতা লাভ করতে পারি।

তিনি আমাকে দূর্বলতা দিলেন!

ফলে, আমি বিনম্রচিত্তে আদেশ পালন করতে শিখলাম।

আমি চাইলাম, সুস্থতা।

যেন কঠিন কাজের উপযুক্ত হতে পারি।

আমি পেলাম, অশক্ত শরীর!

ফলে, আমি উন্নত কাজে নিজেকে নিযুক্ত করতে পারলাম না।

আমি সম্পদ চাইলাম, যেন সুখী হতে পারি।

তিনি আমাকে দরিদ্র করলেন।

যা আমাকে গভীর জ্ঞান দান করলো।

আমি ক্ষমতা চাইলাম, যাতে মানুষের প্রশংস দৃষ্টি আমার উপর নিবদ্ধ থাকে।

কিন্তু, আমি পেলাম দূর্বলতা। 

ফলে, আমি সর্বদাই প্রভুর প্রয়োজন অনুভব করি।

No comments:

Post a Comment

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...