মা....
কেমন আছো তুমি?
কতোদিন তোমায় দেখি না!
সেই চোখ, সেই দৃষ্টি- আর
ঠোঁটের কোনায় পড়ন্ত রোদের মতো-
একফালি কমলা হাসি...
তুমি ওভাবে হাসলেই, হাসনুহানার গন্ধ পেতাম;
তোমায় কোনদিন বলিনি।
আজ এতোদূরে এসে বুঝলাম!
জানো মা,
আসল রক্ত-মাংসের শরীর
আর ছবিতে শুধু- একটাই তফাৎ,
ছবি যতই সুন্দর হোক না আর
তার হাসি- যতোই সুন্দর হোক না কেন (?)
তাতে হাসনুহানার গন্ধ থাকে না!
—নারায়ণগঞ্জে থাকাকালীন
No comments:
Post a Comment