যেদিন হাসতে শিখেছি,
দুঃখগুলো আড়াল করেছি।
অশ্রুর ভাষা লুকিয়ে রেখে,
আলোর পথে চলতে শপথ নিয়েছি।
ঝড়ের রাতও থেমে যায় একদিন,
আকাশ ফোটায় নীল রঙের বিন্দু।
আমি ভেবেছি, আঁধার যতই থাকুক,
ভোর আসবেই, দেবে নতুন যন্ত্রণা নিঃশব্দ সিন্ধু।
বেদনার গল্প আজও গোপন,
তবুও হাসি দিয়ে সাজাই মন।
কারো চোখে যেন না পড়ে দুঃখ,
তাইতো শিখেছি আনন্দের জড়ানো গঠন।
যেদিন হাসতে শিখেছি,
দুঃখগুলো আড়াল করেছি।
জীবনের পথে এগিয়ে চলেছি,
নতুন সূর্য, নতুন আশায় পথ গড়েছি।
-সোনারগাঁও, নারায়ণগঞ্জ।