Wednesday, February 12, 2025

বলেছিলে তুমি- বিশ্বাস করি তোমায়


এসেছিলে তুমি কুয়াশার চাদরে ঢাকা-
শীতের সকালে এক চিমটি রোদ হয়ে। 
এ চাতকের হৃদয়কে প্রশান্ত করতে- 
 চৈত্রের বৃষ্টি হয়ে। 
তুমি কালো রাতে এসেছিলে- জোসনা হয়ে। 
-পথ দেখাবে বলে। 
এসেছিলে সুনামির বুকে আশ্রম হয়ে-
অসহায়ে আগলে রাখবে বলে। 
তুমি নির্ঘুম রাতে স্বপ্ন দেখিয়েছিলে- 
আজীবন পাশে থাকবে বলে। 
এসেছিলে শ্রাবন মেঘের দিনে 
রংধনু সাতরঙে রাঙ্গাবে বলে। 
দেখিয়েছিলে এ বাউন্ডুলে-
বেঁচেথাকার হাজারটা স্বপ্ন। 
এসেছিলে গ্রীষ্মের রৌদ্দুরে, 
ক্লান্ত পথিকের ছায়া হয়ে। 
বরণ করেছিলে আমায়- 
যত পাপ-তাপ আর গ্লানির ঝঞ্ঝার মাঝে- 
উপেক্ষা করেছিলে আমায়- 
মহাকালের মহা কলঙ্ক! 
বলেছিলে- 
"বিশ্বাস করি তোমায়" 
আজো কানে বাজে, 
তোমার সেই প্রতিশ্রুতি। 
দিনগুণছি মৃত্যু পথযাত্রী আমি-
আজো অপেক্ষায় তোমার।
বলেছিলে...
বিশ্বাস করি তোমায়। 
[আরিফ বিন নূর নীলফামারী] 

জনপ্রিয় আর্টিকেলগুলো দেখুন....

নিঃশব্দ অন্তর্ধান

  কোনো একদিন নিঃশব্দে চলে যাবো, চলে যাবো ঠিক সূর্যাস্তের শেষ রঙের মতো— ধীরে ধীরে। কোনো অভিযোগ না রেখে। কোনো বিদায়ের শব্দ না তুলে। সেদিন হয়তো...