ফাগুনের সেই রুদ্রমুখর বিকেলে,
তোমার এলোকেশের ঐ সোনালী বিকিরণ
—আমি আজও ভুলিনি।
শ্রাবণের কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যাঁয়,
তোমার গণ্ডদেশে মুক্তোসদৃশ সেই বৃষ্টির ফোঁটা
—বহু কসরতেও ভুলতে পারি নি।
বিকেলের আড্ডায় পাখিদের সাথে,
তোমার সে গুন-গুন গুঞ্জরণ,
আজও আমায় উদ্বেলিত করে।
—হৃদয়ের ব্যথা দিয়েও তা ভুলতে পারি নি।
তোমর কানে সোভা পাওয়া সে বকুলফুল,
আজও 'ফুলের খোকা' অনেকের কানে গেঁথে দেয়।
—তবে সৌন্দর্যগুলো ধুলোমলিন মনে হয়।
শুধু তোমার অনুপস্থিতিতে।
সময়ের তালে-তালে সবই এগিয়ে চলছে
—সাথে তুমিও।
থমকে শুধু আমি!
[এক/নয়/চব্বিশ]
নারায়ণগঞ্জ